মানবদেহে প্রথম COVID-19 শনাক্ত হয় কোথায় এবং কবে?
A ইতালির রোম, ২০১৯ সালে
B চীনের উহান, ২০১৯ সালে
C কোরিয়ার শিউল, ২০১৯ সালে
D বাংলাদেশের রংপুর, ২০১৯ সালে
Solution
Correct Answer: Option B
চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে মানবদেহে প্রথম COVID-19 সনাক্ত হয় ৩১ ডিসেম্বর ২০১৯ । চীনে COVID-19 আক্রান্ত রোগী প্রথম মারা যায় ৯ জনুয়ারি ২০২০। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম COVID-19 আক্রান্ত রোগী শনাক্ত হয় ৮ মার্চ ২০২০। বাংলাদেশে COVID-19 আক্রান্ত রোগী প্রথম মারা যায় ১৮ মার্চ ২০২০। ২০২০ সালের মার্চে বাংলাদেশ সরকার COVID-19 কে সংক্রামক ব্যাধি হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি ২৪ টি।