হার্টের কোন প্রকোষ্ঠ ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত গ্রহণ করে?
A বাম অলিন্দ
B ডান অলিন্দ
C বাম নিলয়
D ডান নিলয়
Solution
Correct Answer: Option A
ডান অলিন্দের বামপাশে বাম অলিন্দ অবস্থিত। বাম অলিন্দ তুলনামূলকভাবে ছোট এবং অপেক্ষাকৃত পুরু প্রাচীরবিশিষ্ট। এই প্রকোষ্ঠ ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে ফিরে আসা অক্সিজেনযুক্ত রক্ত (বিশুদ্ধ রক্ত) গ্রহণ করে।