মানবদেহের রক্তের স্বাভাবিক pH কত?

A ৭.২০— ৭.৩০

B ৭.৩৫— ৭.৪৫

C ৭.৫০— ৭.৬০

D ৭.১৫— ৭.২৫

Solution

Correct Answer: Option B

রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা। রক্তবাহিকার মাধ্যমে রক্ত মানবদেহের সর্বত্র সঞ্চালিত হয়।
- রক্ত সামান্য ক্ষারীয়। এর pH মাত্রা ৭.৩৫— ৭.৪৫ ।
- অজৈব লবণের উপস্থিতির জন্য রক্ত লবণাক্ত।
- চোখের পানির pH=৪.৮০-৭.৫০
- মূত্রের pH=৪.৮০-৭.৫০
- কোনো দ্রবণের pH এর মান ৭ হলে তা নিরপেক্ষ।
- কোনো দ্রবণের pH এর মান ৭-৬.৯ হলে তা অম্লধর্মী।
- কোনো দ্রবণের pH এর মান ৭.১.১৪ হলে তা ক্ষারধর্মী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions