রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা। রক্তবাহিকার মাধ্যমে রক্ত মানবদেহের সর্বত্র সঞ্চালিত হয়।
- রক্ত সামান্য ক্ষারীয়। এর pH মাত্রা ৭.৩৫— ৭.৪৫ ।
- অজৈব লবণের উপস্থিতির জন্য রক্ত লবণাক্ত।
- চোখের পানির pH=৪.৮০-৭.৫০
- মূত্রের pH=৪.৮০-৭.৫০
- কোনো দ্রবণের pH এর মান ৭ হলে তা নিরপেক্ষ।
- কোনো দ্রবণের pH এর মান ৭-৬.৯ হলে তা অম্লধর্মী।
- কোনো দ্রবণের pH এর মান ৭.১.১৪ হলে তা ক্ষারধর্মী।