রক্তের অনুচক্রিকার কাজ কি?
A অক্সিজেন পরিবহন
B সংক্রমণ প্রতিরোধ
C রক্তজমাট বাঁধতে সাহায্য করে
D রক্তের পিএইচ এর পরিমাণ নির্ধারণ করা
Solution
Correct Answer: Option C
অনুচক্রিকা বর্ণহীন, নিউক্লিয়াসবিহীন, লোহিত কণিকা অপেক্ষা অনেক ক্ষুদ্র ও নির্দিষ্ট আকৃতিবিহীন। এরা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্তজালিকার ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠনে অংশ নেয়।