কোন গ্রুপের রক্তে A ও B উভয় ধরনের এন্টিবডি থাকে?
Solution
Correct Answer: Option C
A ব্লাড গ্রুপে A অ্যান্টিজেন, B ব্লাড গ্রুপে B অ্যান্টিজেন এবং AB ব্লাড গ্রুপে A ও B উভয় অ্যান্টিজেন থাকে। O ব্লাড গ্রুপে রক্তের কণিকা ঝিল্লিতে কোনো অ্যান্টিজেন নেই কিন্তু রক্তরসে A ও B দু'রকম অ্যান্টিবডিই থাকে।