BMI কত হলে Obese বলা হয়?

A >১৫

B >৩০

C >২৪

D >২০

Solution

Correct Answer: Option B

BMI মানব দেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে। BMI- এর মান ১৮.৫ এর কম থাকলে অধিক পরিমাণে চর্বিজাতীয় খাবার গ্রহণ করতে হবে। অন্যদিকে ৩০- এর বেশি হল স্থলতা হওয়ার প্রথম স্তর। এ অবস্থায় পরিমিত খাদ্য গ্রহণ ও ব্যায়াম করা প্রয়োজন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions