রক্তে অক্সিজেনের পরিমাণ কত নেমে গেলে অক্সিজেন দিতে হয়?
Solution
Correct Answer: Option C
রক্তে অক্সিজনের পরিমাণ ৯৫% নেমে গেলে অক্সিজেন দিতে হয়। রক্তে অক্সিজেন স্বাভাবিকের নিচে নেমে গেলে হাইপোক্সেমিয়া হয়। অক্সিজেনের স্তর যত কম হবে হাইপোক্সেমিয়া তত বেশি মারাত্মক আকার ধারণ করবে। এটি শরীরের টিস্যু এবং অঙ্গের জটিলতা সৃষ্টি করতে পারে।