সদ্য জন্ম নেওয়া বাচ্চার খিচুনির কারণ কি?
Solution
Correct Answer: Option B
সদ্য জন্ম নেয়া নবজাতকের নানান কারণে খিঁচুনি হতে পারে। স্বাভাবিক জন্ম-ওজনের শিশুদের মধ্যে প্রতি হাজারে প্রায় তিন জনের খিঁচুনি হতে পারে। তবে স্বল্প জন্ম-ওজনের (এক কেজির কম) নবজাতকের খিচুনির ঝুঁকি বেশি। নবজাতকের জন্ডিস শুরু হয় যখন বাচ্চাদের রক্ত উচ্চমাত্রার বিলিরুবিন নির্দেশ করে। তবে খিচুনির অন্যতম কারণ জন্ডিস।