Solution
Correct Answer: Option C
Core temperature দেখা হয় মলদ্বারে। মলদ্বারে নেয়া তাপমাত্রা হলো দেহের প্রকৃত তাপমাত্রা খুঁজে পাওয়ার উপায়। মলদ্বারের তাপমাত্রা মুখের বা বগলের চেয়ে বেশি থাকে, কারণ মলদ্বার উষ্ণ হয়। শিশুর স্বাভাবিক রেক্টাল (মলদ্বার) তাপমাত্রা 97°-100° F ।