চলিত রীতি প্রতষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয় ?

A সমকাল

B দিগদর্শন

C সন্দেশ

D সবুজপত্র

Solution

Correct Answer: Option D

চলিত রীতি প্রতষ্ঠায় 'সবুজপত্র' পত্রিকার নাম স্মরণীয় । ১৯১৪ খ্রিষ্টাব্দে মাসিক 'সবুজপত্র' প্রথম চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয় । বাঙ্গা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম । সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতির এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে । রবীন্দ্রাথ নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন । সাহিত্যজগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী ' তৈরি করতে সক্ষম হয় । উল্লেখ্য, 'সমকাল' (১৯৫৭) পত্রিকাটি সম্পাদনা করেন সিকান্দর আবু জাফর আর 'দিকদর্শন' (১৮১৮) পত্রিকাটি প্রথম সম্পাদন করেন জন ক্লার্ক মার্শম্যান ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions