The party shrewdly shifted party lines, hence he was able to ____any voting bloc out of ___.
A sanction, hand
B disavow, actuality
C validate, district
D gerrymander, existence
Solution
Correct Answer: Option D
দলের নেতা অত্যন্ত সুকৌশলে এমন একটি কাজ করতে সক্ষম হয়েছিলেন যা কখনোই সম্ভব ছিল না বা আগে কখনোই হয়নি । আএ সেই কাজটি হলো তিনি পার্টি লাইন তৈরী করে নির্বাচনে তার দলকে অন্যায়ভাবে সুবিধা দেয়ার জন্য অসুদপায় ( gerrymander ) করেছিলেন । তাই সঠিক অপশন d) .
sanction অর্থ অনুমোদন; মঞ্জুরি । hand অর্থ হাত বাড়িয়ে সাহায্য করা । disavow অর্থ অস্বীকার করা । actuality অর্থ প্রকৃত অস্তিত্ব; সত্যতা । validate অর্থ বৈধ করা । district অর্থ জেলা; প্রশাসনিক এলাকাবিশেষ । existence অর্থ বিদ্যমান ; অস্তিত্ব ।
বাক্যের অর্থঃ দলের নেতা সুকৌশলে পার্টি লাইন পরিবর্তন করলো যাতে সে নজীরবিহীনভাবে নির্বাচনের সময় তার দলকে সুবিধা দিতে পারে ।