The restaurant itself was beautiful and the service was excellent but the food was ______.
Solution
Correct Answer: Option C
খাবারের ক্ষেত্রে অত্যন্ত ভালো হলে তা হয়ে delicious ( সুস্বাদু ); আর ভালো না হলে বা একে খাওয়ার অযোগ্য হলে তা হয় inedible ( খাবারের অযোগ্য ) । এক্ষেত্রে প্রথমে বলা হলো, রেস্টুরেন্টটি অনেক সুন্দর । আবার, তার সার্ভিসের পরিপন্থি কোনো শব্দ বসবে । তাই inedible হলো সঠিক উত্তর ।
Superb অর্থ দেদীপ্যমান; চমৎকার । Shabby অর্থ জীর্ণ; ছেঁড়াখোঁড়া; মলিন ।
বাক্যের অর্থঃ রেস্টুরেন্টটি সুন্দর, ভালো তার সার্ভিসও কিন্তু খাবারটা একেবারেই খাবারের অযোগ্য ।