When his temperature ____ above 1040F, then he became agitated and _____.
A descended, demanded
B rose, mobile
C stayed, ambulatory
D climbed, delirious
Solution
Correct Answer: Option D
শরীরের তাপমাত্রা বৃদ্ধি অর্থে climb বসবে এবং তাপমাত্রা 1040 ফ্যারেনহাইট হয়ে গেলে স্বাভাবিকভাবেই যে-কেউ agitated (বিক্ষুব্ধ ) ও delirious ( বিকারগ্রস্ত ) হয়ে পড়ে । তাই অপশন d) .
descend অর্থ অবতরণ/অবরোহণ করা; নামা । demand অর্থ আকাঙ্ক্ষা করা । Stay অর্থ থাকা; অবস্থান করা । ambulatory হাঁটা সংক্রান্ত ।
বাক্যের অর্থঃ যখন তার শরীরের তাপমাত্রা 1040 ফ্যারেনহাইটের উপরে উঠে গেল তখন সে উন্মত্ত ও বিকারগ্রস্ত হয়ে পড়লো ।