What innovative device, introduced in 2007 by Apple, combined a phone, music player and internet communicator, changing how we communicate?

A iPhone

B iPod

C iPad

D iMac

Solution

Correct Answer: Option A

- আইফোন হলো অ্যাপল ইনকর্পোরেটেডের তৈরি একটি আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সক্ষম স্মার্টফোন।
- অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস এই বিপ্লবী স্মার্টফোনটি বাজারে আনার উদ্যোগ নেন।
- ২০০৭ সালের ৯ জানুয়ারি, সানফ্রান্সিসকোতে স্টিভ জবস প্রথম আইফোন উন্মোচন করার সময় আইপডের একটি চিত্র প্রদর্শন করেন, যেখানে ক্লিক হুইলের পরিবর্তে রোটারি ডায়াল বাটন ছিল।
- ২৯ জুন ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম আইফোন বিক্রি শুরু হয়।
- এরপর ২০০৭ সালের নভেম্বর থেকে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বাজারেও এটি পাওয়া যায়।
- টাচস্ক্রিন আইপডের পাশাপাশি, এই ডিভাইসটি ইন্টারনেট যোগাযোগ ও মোবাইল ফোন হিসেবেও ব্যবহার করা সম্ভব হয়েছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions