What is the term for a sustained increase in the aggregate price level?
Solution
Correct Answer: Option D
- মুদ্রাস্ফীতি (Inflation) হলো এমন পরিস্থিতি, যেখানে অধিক পরিমাণ অর্থ স্বল্প পরিমাণ দ্রব্যের পিছনে ধাবিত হয়।
- সহজভাবে বলা যায়, দ্রব্য সামগ্রীর সরবরাহের তুলনায় অর্থের যোগান বেশী হলে যদি দামস্তর বৃদ্ধি পায় অর্থাৎ অর্থের মূল্য হ্রাস পেতে থাকে তাকে মুদ্রাস্ফীতি বলে।
- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার প্রত্যক্ষ কর হার বৃদ্ধি করে, ব্যাংক হার বৃদ্ধি করে এবং সরকারি ব্যয় হ্রাস করে।