কোনটি মঙ্গলকাব্য নয়?

A চণ্ডীমঙ্গল

B মুসলমানমঙ্গল

C কালিকামঙ্গল

D বাশুলীমঙ্গল

Solution

Correct Answer: Option B

- বাংলা সাহিত্যে মধ্যযুগে বিশেষ এক শ্রেণির ধর্মবিষয়ক আখ্যান কাব্যই মঙ্গলকাব্য।
- এটি রচনার মূল কারণ স্বপ্নদেবী কর্তৃক আদেশ লাভ।

- যে কাব্যে দেবতার আরাধনা বা মাহাত্ম্য-কীর্তন করা হয়; যে কাব্য শ্রবণ করলেও মঙ্গল হয় বা ঘরে রাখলেও মঙ্গল হয় অথবা এক মঙ্গলবার শুরু হতো এবং পরবর্তী মঙ্গলবার শেষ হতো, তাকেই বলা হয় মঙ্গলকাব্য।
- মূলত, লৌকিক দেব-দেবী নিয়ে রচিত কাব্যই মঙ্গলকাব্য।
- 'গৌরীমঙ্গল', 'ভবানীমঙ্গল', 'দুর্গামঙ্গল', 'অন্নদামঙ্গল', 'শিবমঙ্গল', 'মনসামঙ্গল', 'চণ্ডীমঙ্গল', 'সারদামঙ্গল', 'কালিকামঙ্গল', 'বাশুলীমঙ্গল' প্রভৃতি বিখ্যাত মঙ্গলকাব্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions