Solution
Correct Answer: Option A
gullible - সহজে প্রতারণাযোগ্য । fallible - ভ্রমপ্রবণ; পতনপ্রবণ । sensible - বিচারবুদ্ধিসম্পন্ন; সুবোধ । credible - বিশ্বাসযোগ্য ।
ব্যাখ্যাঃ প্রথমে বলা হয়েছে, "সে খুব _ এরপরে বলা হলো 'সে সবকিছুই বিশ্বাস করে' । সুতরাং শূন্যস্থানে এমন শব্দ বসবে যা দ্বারা তার সহজে বিশ্বাস করার প্রবণতা বুঝাবে । তাই gullible শব্দটি শূন্যস্থানে বেশি Perfect . আর credible শব্দটি অনুগত হওয়া অর্থে বিশ্বাসযোগ্য, তাই শূন্যস্থানে credible শব্দটি হবে না ।
বাক্যের অর্থঃ সে খুবই সহজে প্রতারিত হয়; সে সবকিছুই বিশ্বাস করে ।