'শাক-সবজি' শব্দটি নিচের কোন দুইয়ের মিলন ?
A তৎসম + ফারসি
B তদ্ভব + ফারসি
C পর্তুগীজ + আরবি
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option A
কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে । যেমনঃ
গঠিত শব্দ - ভাষা
হাট-বাজার - বাংলা + ফারসি
হেড-মৌলভী - ইংরেজি + ফারসি
খ্রিষ্টাব্দ - ইংরেজি + তৎসম
ডাক্তার-খানা - ইংরেজি + ফারসি
রাজা-বাদশা - তৎসম + ফারসি