Solution
Correct Answer: Option A
হৃৎপিণ্ডের প্রত্যেক সংকোচনের ফলে দেহে ছোট-বড় সব ধমনীতে রক্ত তরঙ্গের মতো প্রবাহিত হয়। এতে ধমনীগাত্র সংকুচিত বা প্রসারিত হয়। ধমনির এই স্ফীতি এবং সংকোচঙ্কে নাড়িস্পন্দন বলে।
অর্থাৎ, নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভেতর দিয়ে।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।