Two lots of onions with equal quantity, one costing Tk. 10 per kg and the other costing Tk. 15 per kg, are mixed together and whole lot is sold at Tk. 15 per kg. What is the profit or loss ?

A 10% loss

B 10% profit

C 20% loss

D 20% profit

Solution

Correct Answer: Option D

প্রশ্নে বলা হচ্ছে যে, দুটি বস্তাইয় সমপরিমাণ রসুন রয়েছে । একটির প্রতি কেজির ক্রয়মূল্য 10 টাকা এবং অন্যটির প্রতি কেজির ক্রয়মূল্য 15 কেজি । এই দুই ধরনের রসুন মিশিয়ে 15 টাকা কেজি দরে বিক্রয় করা হলে শতকরা লাভ/ক্ষতি কত হবে ? 

ধরি, প্রথম বস্তার রসুন x কেজি কিনে 10 টাকা করে । 
অতএব, x কেজি প্রথম রসুনের ক্রয়মূল্য 10x টাকা 
আবার ধরি, x কেজি দ্বিতীয় বস্তার রসুন কিনে 15 টাকা দরে । 

x কেজি দ্বিতীয় বস্তার রসুনের ক্রয়মূল্য 15x টাকা 
মোট ক্রয়মূল্য = 10x + 15x = 25x টাকা । 

এখন ( x + x ) = 2x রসুন বিক্রি করে 15 টাকা করে । 
মোট বিক্রয়মূল্য = 15 × 2x = 30x টাকা । 
লাভ হয় = 30x - 25x = 5x টাকা । 

শতকরা লাভ = ( 5x/25x × 100 ) = 20% 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions