Solution
Correct Answer: Option A
- মুসলিম সাহিত্য সমাজ এর লেখক নন- শেখ আবদুর রহিম।
- ১৯১১ সালে 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।
- এ সংগঠনে মুসলমানদের গুরুত্ব উপেক্ষিত হওয়ায় ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়।
- ব্রিটিশ শাসনামলে মুসলমানেরা চিন্তা-চেতনায়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে হিন্দুদের থেকে পিছিয়ে ছিল।
- এ অবস্থা থেকে মুসলিম সমাজকে জাগিয়ে তোলার জন্য (কাজী আবদুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহের হোসেন, আবুল ফজল, আবদুল কাদির প্রমুখ) ব্যক্তিবর্গ 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর মাধ্যমে যে আন্দোলন শুরু করেন, তাই বুদ্ধির মুক্তি আন্দোলন।
- ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় এ সংগঠনের মুখপত্র 'শিখা' পত্রিকা প্রকাশিত হয়।
- শিখা পত্রিকার স্লোগান ছিলো 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'।