In 2018, the Nobel Peace Prize was awarded for combating sexual violence as a weapon of war. primarily associated with _____

A Syrian Civil War

B Rwandan Genocide

C Bosnian War

D Congolese Civil Wars

Solution

Correct Answer: Option D

- যুদ্ধকালে ও সশস্ত্র সংগ্রামের সময় যৌন সহিংসতা প্রতিরোধে অবদান রাখায় ইরাকের কুর্দি মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ ও কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজি ২০১৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- ডেনিস মুকওয়েজি তাঁর জীবনের বড় একটি সময় ব্যয় করেন কঙ্গো প্রজাতন্ত্রের গৃহযুদ্ধের সময় যৌন সহিংসতার শিকার মানুষের সাহাযার্থে। 
- আর নাদিয়া মুরাদ ইরাকে আইএস জঙ্গিদের হাতে নির্যাতিত নারীদের নিয়ে কাজ করেন।

নোবেল পুরস্কার ২০২৩__
• মোট বিজয়ী : ১১ জন, পুরুষ ৭ ও নারী ৪।

• শান্তিতে নোবেল পান নার্গিস মোহাম্মদি(ইরান)। 
• তিনি নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য নোবেল পুরুষ্কার পান। 
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions