'ন্যাকামিটা এখন রাখ' বাক্যে 'ন্যাকামি' শব্দের সাথে 'টা' যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ পেয়েছে?
Solution
Correct Answer: Option B
- যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, সেগুলোকে নির্দেশক বলে।
- যেসব শব্দাংশ পদের সাথে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে নির্দেশক বলে।
- 'লোকটি' বা 'ভালোটুকু' পদের 'টি' বা 'টুকু' হলো নির্দেশকের উদাহরণ।
- নিরর্থকভাবেও নির্দেশক টা, টি এর ব্যবহার লক্ষণীয়।
- যেমন: ন্যাকামিটা এখন রাখ। প্রদত্ত উদাহরণে 'ন্যাকামিটা' এর 'টা' হলো পদাশ্রিত নির্দেশক, যা নিরর্থকতা প্রকাশ করেছে।