Solution
Correct Answer: Option D
- মালাক্কা প্রণালী ভারত মহাসাগরের বঙ্গোপসাগর ও প্রশান্ত মহাসাগরের অন্তর্গত জাভা সাগরকে সংযুক্ত করেছে।
- এই প্রণালীটি বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ, যা মালয়েশিয়া উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত।
- বেরিং প্রণালী উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে এবং বেরিং সাগর ও আর্কটিক মহাসাগরকে সংযুক্ত করেছে।
- সান্দা প্রণালী ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে এবং জাভা সাগর ও ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে।
- মেসিনা প্রণালী ইতালির মূল ভূখণ্ড এবং সিসিলি দ্বীপের মধ্যে অবস্থিত।