Solution
Correct Answer: Option A
-ষষ্ঠী তৎপুরুষ সমাসে 'রাজা' স্থলে 'রাজ', পিতা, মাতা, ভ্রাতা স্থলে যথাক্রমে 'পিতৃ', মাতৃ', ভ্রাতৃ' হয় । যেমনঃ
-গজনীর রাজা = গজনীরাজ;
-রাজার পুত্র = রাজপুত্র;
-পিতার ধন = পিতৃধন;
-মাতার সেবা = মাতৃসেবা;
-ভ্রাতার স্নেহ = ভ্রাতৃস্নেহ ।