বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি ?

A নারীর মূল্য

B রায়তের কথা

C বীরবলের হালখাতা

D তেল নুন লকড়ী

Solution

Correct Answer: Option C

বাংলা গদ্যে চলিত রীতি প্রবর্তক অ বিদ্রূপাত্মক প্রাবন্ধিক । প্রথম চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম বীরবল । 'বীরবলের হালখাতা' ( ভারতী পত্রিকায় প্রকাশ- ১৯০২), এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান । বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions