Solution
Correct Answer: Option B
- দ্বাদশ শতকের কবি জয়দেব সংস্কৃত ভাষায় 'গীতগোবিন্দম্' কাব্য রচনা করেন এবং এ কাব্যে প্রথম 'পদাবলি' শব্দটি প্রয়োগ করেন।
- তিনি বাঙালি হলেও সংস্কৃত ভাষায় সাহিত্য রচনা করতেন।
- অপরদিকে জ্ঞানদাস, গোবিন্দদাস ও মুকুন্দরাম চক্রবর্তী বাংলা ভাষার কবি।