শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে?

A প্রত্যয়

B পদ

C বিভক্তি

D শব্দ

Solution

Correct Answer: Option B

- বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে 'পদ' বলা হয়।
- শব্দ যখন বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়, তখন তা আর কেবল শব্দ থাকে না, এর সাথে বিভক্তি যুক্ত হয়ে তা পদে পরিণত হয়।
- শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত না হলে তা বাক্যে ব্যবহৃত হওয়ার যোগ্যতা অর্জন করে না, তাই বাক্যে স্থান পাওয়া সব শব্দই পদ।
- যেমন- 'মানুষ মরণশীল'—এখানে 'মানুষ' ও 'মরণশীল' শব্দ দুটি বাক্যে ব্যবহৃত হওয়ায় এগুলোর প্রতিটি একেকটি পদ।
- শব্দকে পদে পরিণত করতে শব্দের শেষে 'লগ্নক' (যেমন- বিভক্তি, নির্দেশক, বচন) যুক্ত হয়।
- অন্যদিকে, পদের সাথে কিছু শব্দাংশ (যেমন- ই, ও, তো, বা) যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করলে তাকে 'বলক' বলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions