The world's largest international organization and a successor to the League of Nations is

A UNESCO

B UNO

C UNICEF

D None of these

Solution

Correct Answer: Option B

• বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
• এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
• ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।

• ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
• জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
• বর্তমান সদস্য ১৯৩টি।

• জাতিসংঘের সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
• বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
• সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
• দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।

• কার্যকরী দাপ্তরিক ভাষা ২টিঃ ইংরেজি ও ফ্রেঞ্চ।
• জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions