‘প্রভাতচিন্তা’ কার রচিত গ্রন্থ?
A বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B প্যারীচাঁদ মিত্র
C কালীপ্রসন্ন ঘোষ
D শিবনাথ শাস্ত্রী
Solution
Correct Answer: Option C
- ‘প্রভাতচিন্তা’ (১৮৭৭) গ্রন্থটি কালীপ্রসন্ন ঘোষ রচিত একটি বিখ্যাত চিন্তামূলক প্রবন্ধগ্রন্থ।
- কালীপ্রসন্ন ঘোষ ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক।
- তিনি দর্শন ও সমাজ সম্পর্কে বেশ কিছু মূল্যবান প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেন।
- তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে ‘নিভৃত-চিন্তা’ (১৮৮৩) ও ‘নিশীথ-চিন্তা’ (১৮৯৬)।
- তিনি ১৮৭৮ খ্রিষ্টাব্দে ‘বান্ধব’ নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন, যা সাহিত্য জগতে যথেষ্ট প্রভাব ফেলেছিল।
- বিদ্যাসাগর মহাশয় তাকে ‘বিদ্যাসাগর’ উপাধি দিয়েছিলেন এবং ব্রিটিশ সরকার তাকে ‘রায়বাহাদুর’ উপাধিতে ভূষিত করেছিল।