Solution
Correct Answer: Option B
- কতগুলো সন্ধি কোনো নির্দিষ্ট নিয়মের অধীনে না হয়ে ব্যতিক্রমভাবে সাধিত হয়, এদের নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
- একাদশ (এক + দশ) শব্দটি নিপাতনে সিদ্ধ সন্ধির একটি উদাহরণ, কারণ এটি স্বাভাবিক সন্ধির নিয়ম বা সূত্র অনুসরণ করে না।
- এখানে 'এক + দশ' মিলে 'একাদশ' হয়েছে। অথচ নিয়মানুযায়ী অ-কারের পর দ-থাকলে তা সাধারণত আকার হয় না, তাই এটি ব্যতিক্রম।
- অন্যান্য উদাহরণগুলোর মধ্যে তস্কর (তৎ + কর), পরস্পর (পর্ + পর), আশ্চর্য (আ + চর্য) এবং ষোড়শ (ষট্ + দশ) উল্লেখযোগ্য।
- অপশনে থাকা 'কুলটা' (কুল + অটা) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ, আর 'নিশ্চয়' (নিঃ + চয়) বিসর্গ সন্ধির উদাহরণ।