Solution
Correct Answer: Option B
- যতীন্দ্রনাথ সেনগুপ্ত (১৮৮৭-১৯৫৪) বাংলা কাব্যজগতে মূলত ‘দুঃখবাদী কবি’ হিসেবে পরিচিত।
- তাঁকে ‘দুঃখবাদী কবি’ বলা হলেও তিনি ছিলেন একজন গভীর সমাজসচেতন ও মানবতাবাদী কবি।
- তাঁর কাব্যে প্রকাশিত দুঃখবোধের মূল উৎস ছিল গভীর মানবপ্রেম এবং মানুষের জীবনযন্ত্রণার প্রতি সহানুভূতি।
- তিনি ভাবাকুলতার পরিবর্তে যুক্তি ও বুদ্ধিবাদের আশ্রয়ে জীবন ও জগতকে নির্মোহ দৃষ্টিতে দেখেছেন।
- তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো— মরীচিকা, মরুশিখা, মরুমায়া, সায়ম, ত্রিযামা ইত্যাদি।