Solution
Correct Answer: Option B
- Promulgate শব্দটির অর্থ কোনো কিছু ঘোষণা করা, প্রচার করা বা কোনো আইন বা নিয়ম জনসমক্ষে প্রকাশ করা।
- এর সমার্থক শব্দগুলো হলো- Declare, Announce, Propagate, Advertise ইত্যাদি।
- অপশনগুলোর মধ্যে ‘Suppress’ শব্দটির অর্থ কোনো কিছু চাপা দেওয়া, গোপন রাখা বা দমন করা।
- যেহেতু Promulgate অর্থ প্রচার করা এবং Suppress অর্থ গোপন করা, তাই একে অপরের বিপরীত শব্দ বা Antonym।
- বাকি অপশনগুলোর মধ্যে 'Propagate' এবং 'Advertise' মূলত সমার্থক শব্দ এবং 'Dignity' দ্বারা মর্যাদা বোঝায়।