Which literary device is used when a part represents the whole?
Solution
Correct Answer: Option C
- 'Synecdoche' (সিনেকডকি) হলো একটি অলঙ্কারিক শব্দ বা Literary Device।
- এর মাধ্যমে কোনো কিছুর একটি অংশকে দিয়ে সম্পূর্ণ জিনিসটিকে বোঝানো হয়।
- যেমন, যখন বলা হয় "I have four mouths to feed," তখন 'mouths' (অংশ) দিয়ে আসলে সম্পূর্ণ 'people' (সমগ্র) বা মানুষদের বোঝানো হচ্ছে।
- আবার বিপরীতভাবে, কখনও কখনও সমগ্রকে দিয়ে অংশকেও বোঝানো হতে পারে।
- বাকি অপশনগুলোর মধ্যে 'irony' হলো পরিহাস বা শ্লেষ, 'alliteration' হলো অনুপ্রাস এবং 'analogy' হলো উপমা বা সাদৃশ্য।