Solution
Correct Answer: Option A
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ বিপরীত অর্থ বহন করলে তাদের বিপরীতার্থক দ্বন্দ্ব বলে।
যেমন:
- সত্য ও মিথ্যা = সত্য-মিথ্যা,
- সুখ ও দুঃখ = সুখ-দুঃখ,
- আকাশ ও পাতাল = আকাশ-পাতাল,
- গুরু ও শিষ্য = গুরু-শিষ্য।