এক কথায় প্রকাশ কর: যা চাওয়া হয়েছে-
A চাহিত
B চাহিদা
C যাচিত
D দাবি
Solution
Correct Answer: Option C
যা চাওয়া হয়েছে- এর এক কথায় প্রকাশঃ যাচিত।
কিছু এক কথায় প্রকাশ:
বাদ্যযন্ত্রের ধ্বনি- ঝংকার
হাতির ডাক - বৃংহতি
পাখির কলতান - কূজন
ঘোড়ার ডাক - হ্রেষা
বাঘের ডাক - হুংকার
হস্তী রাখার স্থান - বারী/পিলখানা।