যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে -

A ফসিওলজি

B মরফোলজি

C প্যালিয়েন্টোলজি

D ফাইটোজেনি

Solution

Correct Answer: Option C

জীবাশ্ম বা ফসিলঃ 
- জীবাশ্ম বা ফসিল শব্দটি ল্যাটিন "Fossilis" থেকে এসেছে, যার অর্থ "dug out" বা "খুঁড়ে তোলা"।

- পূর্বে, মাটি খুঁড়ে যে কোনও বস্তু তুলে নিয়ে আসা হলে সেটিকেই জীবাশ্ম বা ফসিল হিসেবে গণ্য করা হত।

- বর্তমানে, পৃথিবীর ভূত্বকের (crust) মধ্যে প্রাকৃতিকভাবে সংরক্ষিত প্রাগৈতিহাসিক জীবের দেহ, দেহাবশেষ, অথবা তাদের যেকোনো অংশের চিহ্নকে জীবাশ্ম বা ফসিল বলা হয়।

- গমন পথ, ট্রেইল এবং জীবজনিত গর্তকে ট্রেস ফসিল (trace fossil) বা ইকনোফসিল (ichnofossil ) বা জার্মান ভাষায় লেবেনস্পুরেন (lebenspuren) নামে আখ্যায়িত করা হয়।

- জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে জীবাশ্মবিদ্যা বা প্যালেন্টোলজি (palaeontology) বলে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions