স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক -২০১৯ (99 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
হাইকোর্ট বিভাগ বা উচ্চ আদালত বিভাগ হল বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের নিম্ন বিভাগ (উচ্চ বিভাগ হল আপীল বিভাগ)। এ বিভাগ প্রধান বিচারপতি ও হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিদের নিয়ে গঠিত। হাইকোর্ট বিভাগ মূল বিচারকার্য পর্যালোচনার ক্ষমতা রাখে এবং দেওয়ানি ও ফৌজদারি উভয় বিষয়ে আপীল শুনানী করতে পারে।
i
ব্যাখ্যা (Explanation):
-কয়েকটি ইনপুট ডিভাইসের নাম :
১. কীবোর্ড (Keyboard)
২. মাউস (Mouse)
৩. মাইক্রোফোন (Microphone)
৪ স্ক্যানার (Scanner)
৫. মডেম (Modem)
৬. গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablet)
৭. ওএমআর (OMR)
৮. ওসিআর (OCR)
৯. লাইটপেন (Light Pen)
১০. ট্র্যাকবল (Trackball)
১২. ট্র্যাকপ্যাড (Trackpad) ইত্যাদি।

-কয়েকটি আউটপুট ডিভাইসের নাম :
১. মনিটর (Monitor)
২. প্রজেক্টর (Projector)
৩. স্পিকার (Speaker)
৪. প্রিন্টার (Printer)
৫. প্লটার (Plotter)
৬.ইমেজ সেটার (Image Setter) ইত্যাদি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
বাংলা সাহিত্যের ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম ভিখারিণী। এটি বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প।

- পোস্টামাস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ ছোটগল্প। এখানে রতন নামের এক বালিকার স্নেহময়তা ও পোস্ট মাস্টারের প্রতি মাতৃত্বসুলভ আচরণ লক্ষ্য করা যায়।
- নষ্টনীড় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস ধর্মী ছোটগল্প।
- চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ধর্মী উপন্যাস।
- 'সমাপ্তি' রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি ছোটগল্প।
i
ব্যাখ্যা (Explanation):
বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই। ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
ওয়ানগালা হচ্ছে গারো সম্প্রদায়ের একটি নবান্ন উৎসব।
- সোহরাই: হলো সাঁওতালদের প্রধান উসব।
- সাংসারেক: গারোদের আদি ধর্মের নাম।
- বৈসুক: ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম.
- বৈসাবি: হলো পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের সম্মিলিত বর্ষবরণ উৎসব।
i
ব্যাখ্যা (Explanation):
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটি অস্থায়ী বেতার সম্প্রচার কেন্দ্র যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে প্রতিষ্ঠা করা হয়েছিল। 
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালের ২৬ মার্চ (চট্টগ্রামের কালুরঘাটে) 
- নেতৃত্বে: চৌধুরী বেলাল মোহাম্মদ 
- প্রতিষ্ঠাকালীন নাম: ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র’ (মে. জিয়াউর রহমানের পরামর্শে বিপ্লবী শব্দটি বাদ দেয়া হয়)= 
- পাক-বাহিনী কেন্দ্রটি ধ্বংস করে: ১৯৭১ সালের ৩০ মার্চ 
- চট্টগ্রাম থেকে আগরতলায় নেয়া হয়: ৩১ মার্চ, ১৯৭১ 
- আগরতলা থেকে কলকাতায় নেয়া হয়: ২৫ মে, ১৯৭১ 
- কলকাতা থেকে ঢাকায় আসে: ২২ ডিসেম্বর, ১৯৭১ 
- ৭ মার্চের ভাষণ প্রচারিত হত: বজ্রকণ্ঠ শিরোনামে।
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম পরিবর্তন করে বাংলাদেশ বেতার করা হয়: ৬ ডিসেম্বর, ১৯৭১ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
ধরি কোণটি =ক
তার পূরক কোণ ক -২৪
প্রশ্নমতে,
ক+ক - ২৪=৯০
বা,২ক=১১৪
  ক=৫৭º

i
ব্যাখ্যা (Explanation):
(x2+3x3) / (x+3x2
= x(x+3x2)/(x+3x2
= x

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0