বাংলাদেশে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা: - সরকার কর্তৃক ঘোষিত আয় যা অতিক্রম করলে আয়কর প্রদানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। - সাধারণ ব্যক্তি করদাতা : ৩৫০০০০ টাকা, - মহিলা ও ৬৫ বছর উর্ধ্ব করদাতা : ৪০০০০০ টাকা, - প্রতিবন্ধি করদাতা : ৪৭৫০০০ টাকা, - গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা : ৫০০০০০ টাকা, - তৃতীয় লিঙ্গ : ৪৭৫০০০ টাকা।
প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৩ জন দাড়িয়ে থাকে । শ্রেণীতে ছাত্র সংখ্যা =৪(x -৩) কিন্তু প্রতি ব্রেঞ্চে ৩ জন দাড়িয়ে থাকে শ্রেণীর ছাত্র সংখ্যা =৩x+ ৬ প্রশ্নমতে ৪(x-৩)=৩x +৬ বা, ৪x -১২=৩x +৬ বা, ৪x-৩x=৬+১২ বা, x =১৮
ছাত্রসংখ্যা ৪(x -৩ ) জন = ৪ (১৮-৩) জন = ৪×১৫ জন = ৬০ জন
- Time and tide wait for none প্রবাদটির অর্থ:সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। - সুতরাং শূন্যস্থানে wait বসবে। - তাছাড়া sub হিসেবে দুটি ভিন্ন noun থাকলে verb-টি plural হয়।
- যে verb গুলোর অন্তর্গত vowel পরিবর্তন করে past এবং past participle গঠন করা হয় তাকে irregular verb/ strong verb বলে। - যেমন: Bear → bore borne; arise→arose→ arisen.
- ব্যক্তিবাচক antecedent এর পরে relative pronoun হিসেবে who/whom দুটোই বসে। - তবে, subjective হিসেবে who এবং objective হিসেবে whom বসে। - সুতরাং শূন্যস্থানে who told you বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে।
শুদ্ধ বাক্য: I could not do justice to it. (আমি এটার সুবিচার করতে পারিনি)। অপশন (ক)-তে refused এর স্থলে denied (গ)-তে make এর স্থলে do এবং (ঘ)- তে by এর স্থলে in বসবে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
• পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। • যেমনঃ আজি > আইজ [(আ+জ+ই) > (আ+'ই'+জ)]। • অলাবু > লাবু > লাউ (আদি স্বরলোপ); • ডেস্ক > ডেক্স (ধ্বনি বিপর্যয়)।
- যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়, তাকেই বলে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। যেমন: • এক দিকে চোখ (দৃষ্টি) যার = একচোখা (চোখ+আ)। • হায়ার অভাব- বেহায়া (অব্যয়ীভাব সমাস); • তিন ভুজের সমাহার- ত্রিভুজ (দ্বিগু সমাস) ; • বিকাল (উপসর্গযোগে গঠিত কর্মধারয় সমাস)।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।