দুর্নীতি দমন কমিশন (কোর্ট পরিদর্শক) - ২৬.১১.২০২২ (99 টি প্রশ্ন )

বায়ুমন্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়। ট্রপোমন্ডল (Troposphere), স্ট্রাটোমন্ডল (Stratosphere), মেসোমন্ডল (Mesosphere), তাপমন্ডল (Thermosphere) ও এক্সোমন্ডল (Exospher)। এদের মধ্যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন এবং ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরকে ট্রপোমণ্ডল বলে। এটি ভূপৃষ্ঠ থেকে উপরে ২০ কিমি পর্যন্ত বিস্তৃত। তবে মেরুর কাছে প্রায় ৮ কিমি এবং নিরক্ষীয় অঞ্চলে ১৬-১৯ কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরে মেঘ, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহ সৃষ্টি হয়।
- রক্তের লোহিত কণিকা তার আয়ু শেষে প্লীহায় জমা হতে থাকে। প্লীহায় উপস্থিত ম্যাক্রোফেজ মেয়াদোত্তীর্ণ লোহিত রক্তকণিকাকে ভক্ষণ করে। যার ফলে হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা থেকে বাইরে বের হয়ে আসে এবং বিলিরুবিন নামক রঞ্জক পদার্থে রূপান্তরিত হয়। এই রঞ্জক পদার্থ যকৃতে যেয়ে আরো রূপান্তরিত হয়ে বিলিরুবিন হয় এবং পিত্তরস এর মাধ্যমে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়।

- যকৃতের ডানদিকের অংশে পেয়ালার মতো পিত্তরস ধারণকারী একটি থলে থাকে, একে পিত্তথলি বলে। পিত্তথলি ৭-৮ সে.মি. লম্বা। পিত্তথলি থেকে পিত্ত ডিওডেনামে উন্মুক্ত হয়। পিত্তরস স্নেহ জাতীয় খাবার পরিপাক করে থাকে।
বিভিন্ন ব্যক্তির লোহিত রক্ত কণিকায় A এবং B নামক দুই ধরনের এন্টিজেন (Antigen) থাকে এবং রক্তরসে a ও b দুই ধরনের অ্যান্টিবডি (Antibody) থাকে। এই Antigen ও Antibody-র উপস্থিতির উপর ভিত্তি করে ১৯০১ সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তকে A, B, AB ও O গ্রুপে ভাগ করেন। রক্তের O গ্রুপকে সর্বজনীন দাতা এবং AB গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয় ।
UN- Framework Convention on Climate Change (UNFCCC) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর বন, জার্মানি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমনের লক্ষ্যে সংস্থাটি ১৯৯৫ সাল থেকে Conference of the parties (COP) সম্মেলন আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ৬-১৯ নভেম্বর, ২০২২ সালে মিশরের শারম আল শেখ অবকাশযাপন কেন্দ্রে ২৭তম COP সম্মেলন অনুষ্ঠিত হয়।

- কপ-২৭ এর প্রেসিডেন্ট মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি।
- জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে–আফ্রিকা অঞ্চল [IPCC]
- জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থসহায়তা দিতে ‘লস এন্ড ড্যামেজ' ফান্ড গঠন করবে ইউরোপীয় ইউনিয়ন (২০২৪ সালের মধ্যে)
- জলবায়ুর পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দ্রুত জরুরি সহায়তা দিতে ‘গ্লোবাল শিল্ড' প্রকল্প গঠন করে– G-7 ও V20 Group
- সম্মেলনে গুরুত্ব পায়নি ১০০ বিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি।
- সম্মলনে ‘অভিযোজন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড' (GCA) অর্জন করে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও কেনিয়া এ পুরস্কার লাভ করে।
প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলোর মধ্যে মিথেন ৮০- ৯০%, ইথেন ১৩%, প্রোপেন ৩%। এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনে কিছু পরিমাণ মিথেন থাকে। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫- ৯৯% । মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কারণ এটি পোড়ালে কার্বন ডাই-অক্সাইড, জলীয় বাষ্প ও তাপশক্তি উৎপন্ন হয়।
শরীরের তাপমাত্রা যে থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় তাকে ক্লিনিক্যাল থার্মোমিটার বলে। ক্লিনিক্যাল থার্মোমিটারে ফারেনহাইট (F) স্কেল ব্যবহার করা হয়। এতে ৯৫-১১০° ফারেনহাইট পর্যন্ত দাগ কাঁটা থাকে। মানুষের শরীরের স্বাভাবিক উষ্ণতা ৯৮.৪° ফারেনহাইট বা ৩৬.৯° সেলসিয়াস।
বাংলাদেশের সংবিধানে ৭টি তফসিল রয়েছে। যথা:
প্রথম তফসিল- অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
দ্বিতীয় তফসিল- বিলুপ্ত,
তৃতীয় তফসিল- শপথ ও ঘোষণা,
চতুর্থ তফসিল- ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি,
পঞ্চম তফসিল- ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ষ
ষ্ঠ তফসিল- ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা,
সপ্তম তফসিল- ১৯৭১ সালের

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৮(১) এ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে পরিগণিত হবে। অন্যদিকে, ৫, ৭ ও ১০ নং অনুচ্ছেদে যথাক্রমে রাজধানী, সংবিধানের প্রাধান্য, সমাজতন্ত্র ও শোষণমুক্তি বর্ণিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান লিখিত, যা ১১টি ভাগে বিভক্ত এবং এর অনুচ্ছেদ ১৫৩। এ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১  এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান উত্থাপন করা হয়। ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক এ সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ সাল থেকে কার্যকর হয়।
দেশে দুর্নীতি এবং দুর্নীতিমূলক কার্য প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি এবং অন্যান্য সুনির্দিষ্ট অপরাধের অনুসন্ধান এবং তদন্ত পরিচালনার জন্য ৯ মে, ২০০৪ সালে স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়। এর প্রধান কার্যালয় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। সংস্থাটি ৩ জন সদস্য (১ জন চেয়ারম্যান, ২ জন সদস্য) নিয়ে গঠিত। দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ।

দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ৬ ধারায় বণিত কমিশনারগণ রাষ্ট্রপতি কর্তৃক ধারা ৭ অনুসারে গঠিত বাছাই কমিটির সুপারিশক্রমে নিয়োগ প্রাপ্ত হন।
দেশে দুর্নীতি এবং দুর্নীতিমূলক কার্য প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি এবং অন্যান্য সুনির্দিষ্ট অপরাধের অনুসন্ধান । এবং তদন্ত পরিচালনার জন্য ২৩ ফেব্রুয়ারি ২০০৪ সালে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধানকল্পে আইন প্রণীত হয়। আর ৯ মে, ২০০৪ সালে এটি কার্যকর হয়।
আমরা জানি ,
 একটি সুষম বহুভূজের অন্তঃস্থ কোণের সমষ্টি
                         =(n=২)⨯ ১৮০⁰
                         =(৫-২)⨯১৮০⁰
                         =৩⨯২⨯৯০⁰
                         =৬⨯৯০⁰
                         =৬ সমকোণ





মনে করি ,সংখ্যাটি x
প্রশ্নমতে, ২ এর x% =৮
           বা,২ ⨯ x/১০০ =৮
           বা, x=৪০০
মনে করি, ল.সা.গু =x
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল =ল.সা.গু⨯গ.সা.গু
 বা,  ৩৩৮০            =x ⨯ ১৩
বা, x=৩৩৮০/১৩

অতএব,x=২৬০


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৬০-৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা =৭৯
৬০-৮০ এর "             ক্ষুদ্রতম   "        "      =৬১
                   _______________________________________
                   অতএব,পার্থক্য                     =১৮


ফেল=৮০-২৪=৫৬ জন

∴শতকরা ফেল =৫৬/৮০ ⨯১০০% =৭০%
    ১.১
    ০.০১
    ০.০০১১
    ____________
যোগফল=১.১১১১


দেওয়া আছে,
a + b = 7
ab = 10

প্রদত্ত রাশি = (a - b)²
আমরা জানি,
(a - b)² = (a + b)² - 4ab
= (7)² - 4 × 10
= 49 - 40
= 9
নির্ণেয় মান: 9
মনে করি,
 সংখ্যাদ্বয় যথাক্রমে x ও y
প্রশ্নমতে, x+y=৪৮
       বা,x=৪৮-y....(i)
আবার,xy=৪৩২
বা,(৪৮-y)y=৪৩২
বা,৪৮y-y²-৪৩২=০
বা,y²-৪৮y+৪৩২=০
বা,y²-৩৬y-১২y+৪৩২=০
বা,y(y-৩৬)-১২(y-৩৬)=০
বা,(y-৩৬ )(y-১২)=০

অতএব,
    y-৩৬=০
বা,y-৩৬    

অথবা, y-১২ =০
  বা,     y =১২

অতএব, (ii)=
       x=৪৮-৩৬ [যখন y=৩৬]
         =১২
আবার,
  x=৪৮-১২ [যখন y=৩৬ ]
    =১২
আবার x=৪৮-১২ [যখন y=১২]
             =৩৬

বড় সংখ্যাটি =৩৬


দেওয়া আছে,
   2x+2/x=3
বা,2(x+1/x)=3
বা,(x+1/x)=3/2
বা,x²+1/x²=(x+1/x)²-2.x.1/x
                =(3/2)²-2
                =9/4-2
               =(9-8)/4
                =1/4


এখানে, √২=১.৪১৪২
             √১৬=৪
             √৯=৩
             √২৫=৫
অতএব, √২ অমূলদ সংখ্যা
মনে করি ,সংখ্যাটি x
প্রশ্নমতে,
     x-x এর ৪০% =৩০
বা, x-x ⨯ ৪০ /১০০ =৩০
বা,x-২৫/x  =৩০ বছর
বা, (৫x-২x)/৫=৩০
বা, ৩x=৩০⨯৫
বা, x=৫০
পিতা, মাতা ও পুত্রের মোট বয়স =৩⨯৩৭=১১১ বছর
পিতা ও পুত্রের            "          "  =২⨯৩৫ =৭০ বছর
__________________________________________________
                         অতেব,মাতার বয়স =৪১ বছর
২ বছর ৬ মাস=(২+৬/১২) বছর
                     =(২+১/২)   "
                     =৫/২ বছর

১০০ টাকায় ১ বছরের সুদ ৫ টাকা
 ১        "      ১   "         "    ৫/১০০ "
৬৪০   "      ৫/২ "      "   (৫⨯৫⨯৬৪০)/(১০০⨯২) "
                                     =৮০ টাকা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধারাটির ১ম পদ a=৩
সাধারণ অন্তর d=৬-৩ =৩
আমরা জানি, n তম পদ a=(n-১)d
মনে করি ,n তম পদের মান =৩৬
প্রশ্নমতে ,a+(n-১)d=৩৬
           বা,৩+(n-১)৩=৩৬
           বা,(n-১)৩=৩৩
          বা, n-১=১১
          বা,n=১২
আবার,আমরা জানি,

n তম পদের সমষ্টি Sn=n/২ {2a+(n+১)d}
                             =১২/২ {২×৩+(১২-১)৩}
                             =১২/২ {৬+১১×৩}
                             =১২/২(৬+৩৩)
                             =১২/২×৩৯
                             =৬×৩৯
                             =২৩৪
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0