আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অফিস সহায়ক (০৬.০৩.২০২০) (100 টি প্রশ্ন )
ধরি,
বৃত্তের ব্যাস= ২r
∴ বৃত্তের ক্ষেত্রফল= πr²
শর্তমতে, নতুন বৃত্তের ব্যাস= ৬r
∴ নতুন বৃত্তের ব্যাসার্ধ ৩r এবং
ক্ষেত্রফল= π(৩r)²= ৯πr²
অর্থ্যাৎ, ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি পাবে।
০.৯৬২৩- ৩১= -৩০.০৩৭৭
ab= {(a+b)/2}²- {(a-b)/2}²
= (4/2)²- (2/2)²
= 4- 1
= 3
বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য শহীদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৭ নভেম্বর ১৯৯৯ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা 'ইউনেস্কো' ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আর জাতিসংঘ এ দিবসকে স্বীকৃতি দেয় ৫ ডিসেম্বর ২০০৮ ।
৭ মার্চ ১৯৭১বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা রেসকোর্স ময়দানে তথা বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যানে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। তার সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ৩০ অক্টোবর ২০১৭ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা 'UNESCO'
গত ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে মানবদেহে করোনাভাইরাস প্রথম সনাক্ত করা হয়। আর চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী প্রথম মারা যায় ৯ জানুয়ারি ২০২০। এরপর থেকেই অন্যান্য দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়ে।
মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) ভবের পাড়া গ্রামে ১০ এপ্রিল ১৯৭১ গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার বা মুজিবনগর সরকার। এ সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল ১৯৭১।
কোন বস্তু যখন কোন আলো শোষণ না করে সমস্ত আলোই প্রতিফলিত করে তখন বস্তুটিকে সাদা দেখায়। আর এজন্য বরফকে সাদা দেখায়।
বিশ্বের দারিদ্র নির্মূল, ক্ষুধামুক্তি, লিঙ্গ সমতাসহ ১৭টি লক্ষ্য এবং ১৬৯টি সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্মিলিত Sustainable Development Goal (SDG) গৃহীত হয় ২৫ সেপ্টেম্বর ২০১৫ । জাতিসংঘ গৃহীত এ কর্মসূচির বাস্তবায়ন করা হয় ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০৩০ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১৭ এপ্রিল ১৯৭১ সর্বপ্রথম বাংলাদেশকে ৭টি শিক্ষার ভাগ করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের নির্দেশে ১১জুলাই ১৯৭১ সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টর এবং ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করেন প্রধান সেনাপতি মহম্মদ আতাউল গণি ওসমানী।
ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ের উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত নদী কর্ণফুলীই বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী। খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলা দিয়ে প্রবাহিত এ নদীর দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার।
বাঙালির মুক্তির সনদ হিসেবে রচিত ঐতিহাসিক 'ছয় দফা' কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ পাকিস্তানের লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত। পাহাড়, ঝরনা আর সমুদ্রের মিথস্ক্রিয়ায় এক অপরূপ সৌন্দর্য প্রদর্শন করছে এই কক্সবাজার।
Bangladesh Cricket Board (BCB) গঠিত হয় ১৯৭২ সালে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে ২৬ জুন ২০০০ এবং ওয়ানডে ক্রিকেটের মর্যাদা লাভ করে ১৫ জুন ১৯৯৭।
স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১), স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি (১১ জানুয়ারি ১৯৭২), প্রথম আরব দেশ ইরাক (৮ জুলাই ১৯৭২) এবং মুসলিম দেশ সেনেগাল (১ ফেব্রুয়ারি ১৯৭২) ।
ঢাকা ১৬১০, ১৬৬০,১৯০৫, ১৯৪৭ এবং ১৯৭১ সালে অর্থাৎ মোট ৫ বার রাজধানীর মর্যাদা লাভ করে। সর্বপ্রথম ১৬১০ সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতী ঢাকাকে বাংলার রাজধানীতে রূপান্তরিত করেন। সে সময় তিনি ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে। 
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। 
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ২৫টি।
- ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি [আরবি, ইংরেজি, ফরাসি]

South Asian Association for Regional Co-operation (SAARC) আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ৮ ডিসেম্বর ১৯৮৫ । SAARC প্রতিষ্ঠার রূপকার ছিলেন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
পানি, বরফ ও জলীয়বাষ্প হল পানির তিনটি ভৌত অবস্থান। 0° সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়। পানির ঘনত্ব সবচেয়ে বেশি ৪°C তাপমাত্রায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চৌহট্টি গ্রামে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনি। ১৮৯৫ সালে আবিষ্কৃত খনিটির আয়তন ৬,৬৮ বর্গ কিলোমিটার এবং কয়লা মজুদের পরিমাণ ৩৯০ মিলিয়ন মেট্রিক টন।
নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড বার্নার্ড নোবেল ২১ অক্টোবর ১৮৩৩ সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। ডিনামাইট আবিষ্কারের কারণে তিনি বিশ্বব্যাপী সুনাম অর্জন করেন।
মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তর বিভাগ। বাংলাদেশে বর্তমানে ৮টি বিভাগ রয়েছে— .
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ,সিলেট,খুলনা, বরিশাল ও রংপুর। এদের মধ্যে বৃহত্তম বিভাগ চট্টগ্রাম এবং ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ।

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ, বিয়ানিবাজার এবং মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া উপজেলা জুড়ে বিস্মৃত হাকালুকি হাওরই বাংলাদেশের বৃহত্তম হাওর, যার আয়তন ২৪,২৯২ হেক্টর। অন্যদিকে দেশের ক্ষুদ্রতম হাওরের নাম বুরবুক হাওর। সিলেটের জৈন্তাপুরে অবস্থিত এ হাওরের আয়তন ৪১ হেক্টর।
তুরস্কের একটি কিংবদন্তি শহর 'ট্রয়' যাকে কেন্দ্র করে বিখ্যাত ট্রয়ের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ট্রয়ের তুর্কি নাম ত্রুভা- এর অবস্থান আনাতোলিয়া অঞ্চলের হিসারলিক নামক স্থানে। অর্থাৎ আধুনিক হিসারলিকই সেই প্রাচীন ট্রয় নগরী।
এখানে,
ক. ০.৩
খ. √০.৩= .৫৪৭৭
গ. ২/৩= ০.৬৬
ঘ. ২/৫=০.৪
মানবদেহে অক্ষীয় ও উপাঙ্গীয় কঙ্কাল মিলে মোট ২০৬ টি অস্থি বা হাড় বিদ্যমান। সর্ববৃহৎ অস্থি ফিমার এবং ক্ষুদ্রতম অস্থি স্টেপিস।
১০ জনে ১/২ অংশ কাজ করে ৭ দিনে
∴ ১ জনে ১ অংশ কাজ করে ৭x২x১০ দিনে
৫ জনে ৫ অংশ কাজ করে (৭x২x১০)/৫ দিনে
                                 = ২৮ দিনে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪ (১) অনুচ্ছেদে বলা হয়েছে 'প্রজাতন্ত্রের জাতীয় সংগীত "আমার সোনার বাংলা"র প্রথম দশ চরণ' ।
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সর্বদা বৃহত্তম।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৮৭, ৬৩ কে ৩ দ্বারা ভাগ করা যায়।
৭৭ কে ৭ দ্বারা ভাগ করা যায়।

৫৯ সংখ্যাটি ১ এবং ৫৯ ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভজ্য নয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0