Which country attacked "Pearl harbor" in 2nd World War?
Solution
Correct Answer: Option D
-তারিখ: ৭ ডিসেম্বর, ১৯৪১
-স্থান: Pearl Harbor, হাওয়াই দ্বীপপুঞ্জ, যুক্তরাষ্ট্র
-আক্রমণকারী: জাপান সাম্রাজ্যের নৌ ও বিমান বাহিনী
-লক্ষ্য: যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর
*এই আকস্মিক আক্রমণটি ছিল জাপানের একটি কৌশলগত পদক্ষেপ, যার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের নৌশক্তিকে দুর্বল করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় জাপানের সাম্রাজ্য বিস্তারের পথ সুগম করা। এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে যোগদান করে এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।