Between which two countries 'First Opium War' was fought?
Solution
Correct Answer: Option D
*প্রথম আফিম যুদ্ধ (1839-1842) সংঘটিত হয়েছিল চীন এবং যুক্তরাজ্য (UK)-এর মধ্যে। এই যুদ্ধের মূল কারণ ছিল ব্রিটিশদের চীনে আফিম ব্যবসা। চীন আফিম আমদানি বন্ধ করতে চাইলে যুক্তরাজ্য এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে হংকং ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে এবং চীনের ওপর একাধিক বাণিজ্যিক শর্ত আরোপ করা হয়।