♦ বঙ্গভবন - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন।
♦ ক্রেমলিন - রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন।
♦ ওভাল অফিস - মার্কিন প্রেসিডেন্টের অফিস।
♦ ব্লু হাউজ - দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন।
♦ টেম্পল ট্রি - শ্রীলংকার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন
♦ বাকিংহাম প্যালেস - ব্রিটেনের রাজপরিবারের বাসভবন
♦ ক্যাপিটল হিল - মার্কিন কংগ্রেস ভবন অবস্থিত।
♦ হােয়াইট হাউজ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।
♦ পেন্টাগন - মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর।
♦ এলিসি প্রাসাদ - ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।