বুধ, বৃহস্পতি ও শুক্রবারের গড় তাপমাত্রা ৪০°C। বৃহস্পতি, শুক্র ও শনিবারের গড় তাপমাত্রা ৪১°C। শনিবারের তাপমাত্রা ৪২°C হলে বুধবারের তাপমাত্রা কত?

A ৩৮°C

B ৩৯°C

C ৪১°C

D ৪২°C

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
বুধ, বৃহস্পতি ও শুক্রবারের গড় তাপমাত্রা = ৪০°C
∴ বুধ, বৃহস্পতি ও শুক্রবারের মোট তাপমাত্রা = ৪০ × ৩ = ১২০°C ........... (i)

আবার,
বৃহস্পতি, শুক্র ও শনিবারের গড় তাপমাত্রা = ৪১°C
∴ বৃহস্পতি, শুক্র ও শনিবারের মোট তাপমাত্রা = ৪১ × ৩ = ১২৩°C

শনিবারের তাপমাত্রা = ৪২°C
∴ বৃহস্পতি ও শুক্রবারের মোট তাপমাত্রা = ১২৩ - ৪২ = ৮১°C

এখন (i) নং হতে পাই,
বুধ + (বৃহস্পতি ও শুক্র) = ১২০
বা, বুধ + ৮১ = ১২০
বা, বুধ = ১২০ - ৮১
∴ বুধ = ৩৯°C

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions