- এডিস মশার কামড়ে চিকুনগুনিয়া রোগ হয়। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়।
- এডিস মশার দুটি প্রজাতি, এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিকটাস, এই রোগ ছড়ায়।
- এডিস মশা পরিষ্কার, স্থির জলে জন্মায়।
• এডিস মশার কামড়ে আরো যেসব রোগ হয় সেগুলো হলো-
- ডেঙ্গু
- জিকা
- ইয়েলো ফিভার
- ডেঙ্গু হেমোর্যাজিক ফিভার