এইডস রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি?
A Herpes simplex
B Picoma virus
C Coxsachie virus
D Human Immunodeficiency Virus
Solution
Correct Answer: Option D
- এইডস রোগের সংক্রমণ করে থাকে এক ধরণের ভাইরাস, যার নাম Human Immunodeficiency Virus
- একে সংক্ষেপে HIV বলা হয়।
- HIV দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের শ্বেতকনিকা ধ্বংস হয়। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।