What did the northern part of Rajshahi,western part of Bogra, some parts of Rangpur and Dinajpur form?

 

A Barendra Bhumi

B North Bengal

C West Bengal

D Mahasthangarh

Solution

Correct Answer: Option A

বরেন্দ্র বাংলার একটি ঐতিহাসিক ভৌগোলিক অঞ্চল, যা পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্র রাজ্যের অংশ ছিলো, যা আজ বাংলাদেশের রংপুর ও রাজশাহীর অংশ। বাংলাদেশের রাজশাহীর উত্তরাঞ্চল, বগুড়ার পশ্চিমাঞ্চল , দিনাজপুর, গাইবান্ধা এবং রংপুর জেলার এক বিস্তীর্ণ অঞ্চলকে বরেন্দ্র ভূমি বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions