Who was the first Portuguese explorer to reach India by sea in 1498?
Solution
Correct Answer: Option B
- ভাস্কো দা গামা হলেন প্রথম পর্তুগিজ নাবিক যিনি ১৪৯৮ সালে সমুদ্রপথে ভারতে পৌঁছান।
- তিনি আফ্রিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত উত্তমাশা অন্তরীপ বা 'Cape of Good Hope' হয়ে ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হন।
- এই আবিষ্কারের ফলে ইউরোপ এবং এশিয়ার মধ্যে সরাসরি সামুদ্রিক বাণিজ্যের পথ উন্মুক্ত হয়।
- অন্যদিকে, ১৪৮৭ সালে বার্থোলোমিউ দিয়াজ প্রথম ইউরোপীয় হিসেবে উত্তমাশা অন্তরীপে পৌঁছান, কিন্তু তিনি ভারতে আসেননি।
- ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে আমেরিকা আবিষ্কার করেন এবং ফার্ডিনান্ড ম্যাগেলান ছিলেন প্রথম ব্যক্তি যিনি পৃথিবী পরিক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন।