Which Mughal Emperor granted the English East India Company permission to establish a factory at Surat?
A Akbar
B Shah Jahan
C Aurangzeb
D Jahangir
Solution
Correct Answer: Option D
- ১৬০৮ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এবং ১৬১৫ খ্রিস্টাব্দে স্যার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন।
- স্যার টমাস রো-এর অনুরোধে ১৬১৩ সালে সম্রাট জাহাঙ্গীর এক ফরমান জারির মাধ্যমে ইংরেজদের সুরাটে বাণিজ্যকুঠি নির্মাণের অনুমতি দেন।
- এটিই ছিল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থাপিত প্রথম বাণিজ্যকুঠি বা কারখানা।
- সম্রাট জাহাঙ্গীরের আসল নাম ছিল মির্জা নুরুদ্দিন বেগ মোহাম্মদ খান সেলিম, যিনি ১৬০৫ থেকে ১৬২৭ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন।
- তিনি তাঁর ন্যায়পরায়ণতার জন্য ইতিহাসে বিখ্যাত ছিলেন এবং আগ্রা দুর্গে 'জিঞ্জির-ই-আদল' বা 'ন্যায়বিচারের শিকল' স্থাপন করেছিলেন।